নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় আগুন লাগে আজ ভোরে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর টিস্যু ফ্যাক্টরি গোডাউনে এ আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া ও গজারিয়া বিসিক ফায়ার স্টেশনসহ বিভিন্ন স্টেশনের কমপক্ষে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়।
এছাড়াও, মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চারঘণ্টা চেষ্টার পর যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোর সোয়া পাঁচটার দিকে আগুন লাগে। খবর পেয়ে তারা সাড়ে পাঁচটার মধ্যে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
Leave a Reply