বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব সংস্কারে অন্তর্বর্তী সরকারের হাত দেয়ার দরকার নেই। বুধবার (১৩ নভেম্বর) ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে, আগামী নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।
এসময় অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কোন রোড ম্যাপ দেয়নি বলে অভিযোগ করেন তিনি। বলেন, নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতামত জানতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সমালোচনা ও জাতীয় ঐক্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল।
এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বিএনপি মহাসচিব।
Leave a Reply