৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) এ সিদ্ধান্ত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে পিএসসি আরও জানায়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষক দিয়ে মূল্যায়ন করা হবে। আর ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল আবারও প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পিএসসি।
কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিলো পিএসসি। স্থগিত করা পর্যন্ত তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিতে পেরেছিলো। এই পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামীতে নতুন সময়সূচি নির্ধারণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
আগামীতে নতুন সময়সূচি নির্ধারণ করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।
পিএসসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হলো। স্থগিত করা মৌখিক পরীক্ষার তারিখ পরে যথাসময়ে জানানো হবে।
Leave a Reply