আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।
এর আগে সোমবাররাতে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
কামরুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আইন প্রতিমন্ত্রী এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে তিনি রাজনৈতিক অঙ্গণে আলোচিত-সমালোচিত হন। আওয়ামী লীগের সবশেষ মেয়াদে তিনি মন্ত্রিসভায় না থাকলেও তাকে দলটির নীতি নির্ধারনী পরিষদ- সভাপতিমণ্ডলীর সদস্য করেছিলেন শেখ হাসিনা।
Leave a Reply