1. news.infotreat@gmail.com : admin :
  2. iftesyfunmarjan@gmail.com : ifte syfun : ifte syfun
  3. hoque.mdnurul@yahoo.com : nurul haque : nurul haque
  4. salmabintasayed98@gmail.com : Salma : Salma
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

আমরা কখনো মাথা ঘামাই না: বিদ্যা বালান

  • আপডেট সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৫ বার পঠিত

বলিউড ইন্ডাস্ট্রির গাফিলতি প্রকাশ্যে এনে অভিনেত্রী বিদ্যা বালান বলেছেন, যে সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হয় আমাদের।

বড় বাজেটের ছবি আর তারকার সমাগম মানেই যে বক্স অফিসে ছবিটি সফল এমন নয়। বেশ কিছু এ ধরনের ছবি বাণিজ্যিক ক্ষেত্রে মুখ থুবড়ে পড়ে প্রমাণ করে দিয়েছে এ সূত্র সব সময় কার্যকরী নাও হতে পারে। আনন্দবাজার অনলাইনের এমন এক প্রশ্নে বিদ্যা বালান বলেন, ছবির প্রেক্ষাপট এবং নির্মাণের ওপর বিষয়টি নির্ভর করে।

তিনি বলেন, সব ছবিকে একই গোত্রে ফেলে দিলে ঠিক হবে না। আমরা এটা কখনই বলতে পারি না যে, তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে অসফল। আবার এমন অনেক ছবিও রয়েছে, একাধিক বড় তারকা থাকা সত্ত্বেও ছবিটি সফলতার মুখ দেখেছে। এ অভিনেত্রী বলেন, আমি উদাহরণস্বরূপ বলতে পারি— ‘স্ত্রী ২’, ‘সিংহাম অ্যাগেইন’, ‘ভুল ভুলাইয়া ৩’ ছবির কথা। তিনি বলেন, কিছু ছবির ক্ষেত্রে অবশ্যই এই সূত্র কাজ করে না। তা ছাড়া প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। এটা দুঃখজনক হলেও মেনে নিতে হবে আমাদের। ছবি ভালো হলে সফল হওয়ার সম্ভাবনা থাকে বলে মনে করেন তিনি।

তবে একটি বিষয়ে ভাবা প্রয়োজন বলে মনে করেন বিদ্যা। কিছু ছবি আদতেই ভালো কিন্তু ছবি বিতরণের (ডিস্ট্রিবিউশন) ক্ষেত্রে গাফিলতি থেকে যায়। ফলে বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছতে পারে না ছবিটি। এই সমস্যাগুলো নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না বলে জানান বিদ্যা বালান।

তিনি বলেন, শুধু তাই নয়, বর্তমানে পুরোনো ছবি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার চল শুরু হয়েছে। এ প্রসঙ্গেও মতামত জানালেন বিদ্যা। তিনি বলেন, আমার মনে হয় এ উদ্যোগ ভালোই। সিনেমাপ্রেমীদের আবার প্রেক্ষাগৃহমুখী করে তুলছে। এমনিতেই আমাদের প্রেক্ষাগৃহে ছবি দেখার অভ্যাস চলে গেছে।

এ অভিনেত্রী বলেন, আমরা খুব অলস হয়ে পড়েছি। প্রিয় ছবি দেখার লোভে আমরা হয়তো আবার হলমুখী হয়ে উঠব। বিদ্যা নিজেও চান, তার অভিনীত ‘কাহানি’ ছবি ফের মুক্তি পাক প্রেক্ষাগৃহে। তার কাছে এই ছবি একটি মাইলফলক এবং এই ছবি দেখার কোনো উপযুক্ত সময় নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2024 NEWS NOW BD
Theme Customized By Shakil IT Park