অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতির ওপর বাংলাদেশের জাতীয় নির্বাচন নির্ভর করছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা-এএফপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতো কম হয়, ততোই ভালো। আজারবাইজানের রাজধানী বাকুতে জলবায়ু সম্মেলন কপ-২৯ এর সাইডলাইনে এএফপিকে দেয়া এক সাক্ষাতকার একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস।
বাংলাদেশকে ভোটের গণতন্ত্রের দিকে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। বলেছেন, প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিশ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। যাতে নির্বাচিতরা দেশ পরিচালনা করতে পারেন। সরকার, সংসদ আর নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুততম সময়ের ভেতরে একমত হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিৎ।
বাংলাদেশে অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেছেন, যে কোনো সরকারই এ বিষয়ে উদ্বিগ্ন থাকার কথা। সংকট সমাধান করে একটি শান্তিপূর্ণ পরিবেশ দেশবাসীকে উপহার দেয়ার আশাবাদও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
Leave a Reply