ঐতিহ্য মেনে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে হোয়াইট হাউজ সফর করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বিঘ্নে নতুন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর হবে বলে আশ্বস্ত করেছেন বাইডেন। বাইডেনের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউজে গিয়ে প্রায় দুই ঘন্টা কাটিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সামনে শুভেচ্ছা বিনিময় করে হাত মেলান রাজনৈতিক কারণে চরম বৈরি দুই নেতা।
ট্রাম্পকে হোয়াইট হাউজে পুনরায় স্বাগত জানিয়ে কথোপকথনের শুরুটা করেন বাইডেন। ঝামেলাহীনভাবে ক্ষমতা হস্তান্তর আর হোয়াইট হাউজকে ট্রাম্পের বসবাসের উপযোগী করে রেখে যেতে সামর্থ্যের সবটুকু করা হবে বলে আশ্বস্ত করেন বিদায়ী প্রেসিডেন্ট। এই সুন্দর বিশ্বে রাজনৈতিক কারণে কখনো কখনো কঠিন পরিস্থিতির সৃষ্টি হয় উল্লেখ করে ট্রাম্প সুচারুভাবে ক্ষমতা হস্তান্তরে গুরুত্বারোপ করেন।
এই সফরে ট্রাম্পের সাথে ছিলেন না স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ফার্স্ট লেডি জিল বাইডেন শুভেচ্ছা বিনিময় করে মেলানিয়ার জন্য একটি চিঠি ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন।
এদিকে, নিয়মিত সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজ মুখপাত্র বলেছেন, খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেছেন বাইডেন ও ট্রাম্প। জাতীয় নিরাপত্তা আর প্রশাসনের নীতি নিয়ে কথা বলেছেন তারা। জনগণের উদ্দেশ্যে বাইডেনের বক্তব্য তুলে ধরে মুখপাত্র জানান, জনরায়ের প্রতি সম্মান জানিয়ে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে সর্বোচ্চ গুরুত্বারোপ করছে বর্তমান প্রশাসন।
Leave a Reply