র্যাব-কে সন্ত্রাসী প্রতিষ্ঠান হিসেবে বিলুপ্ত করতে ও সুষ্ঠু বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন গুলিতে পা হারানো ঝালকাঠির লিমন হোসেন। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে এই আবেদন করেন তিনি।
পরে লিমন সাংবাদিকদের জানান, সকল আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যেন বিচারের আওতায় আনা হয়। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকার হতে হয়েছে। তৎকালীন র্যাব-৮ এর সদস্যরা হত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সন্ত্রাসী আচরণ করা এই রাষ্ট্রীয় বাহিনীটিকে বিলুপ্ত করা উচিৎ।
অপরাধীদের শাস্তি নিশ্চিত করে ক্ষতিপূরণ দাবিও করেন লিমন। ২০১১ সালের ২৩ মার্চ বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার জমাদ্দারহাটে র্যাব-এর অভিযানের সময় লিমন হোসেনের গুলিবিদ্ধ হন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়।
Leave a Reply