নয়া প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পছন্দসই ব্যক্তি বাছাইয়ের কাজ জারি রেখেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য নিয়োগের তালিকা।
ট্রাম্পের ঘনিষ্ট একাধিক সূত্র মার্কিন গণমাধ্যমে জানিয়েছেন, প্রশাসনে জায়গা পেতে আলোচিতদের তালিকায় আছেন ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্ক রুবিও, ফ্লোরিডার কংগ্রেসম্যান মাইকেল ওয়ালজ, এলিজ স্টেফানিক। ৫৩ বছর বয়সী মার্ক রুবিওকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হলেও এতে পরিবর্তন হতে পারে।
গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় দফায় ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান মাইকেল ওয়ালজকে জাতীয় নিরাপত্তা উপেদেষ্টা হিসেবে বেছে নেয়ার সম্ভাবনা রয়েছে। এমন হলে শুরুতেই ফিলিস্তিন-ইসরাইল আর রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধে মধ্যস্থতার মতো চ্যালেঞ্জের মুখে পড়বেন তিনি।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পেয়েছেন ট্রাম্পের বিশ্বস্ত নিউইয়র্কের কংগ্রেসওম্যান এলিস স্টেফানিক। একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন তিনি। পরিবেশমন্ত্রী হিসেবে ট্রাম্পের সুনজরে আছেন সাবেক কংগ্রেসম্যান লি জেলডিন।
দ্বিতীয় মেয়াদের প্রশাসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আর জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালিকে না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। সূত্র: এপি
Leave a Reply