নিউমার্কেট থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে আমুকে গ্রেফতার করা হয়।
এর আগে, আমুর ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্য ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়। পাশাপাশি সব ব্যাংকের কাছে তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ। আমির হোসেনের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন।
Leave a Reply