বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত শিগগিরই শুরু হবে- জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তবে, পুনঃতদন্তের জন্য নতুন করে কমিশন গঠন হবে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।
আর সীমান্তে যেন কোন ছাড় দেয়া না হয়, এ বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে উপদেষ্টা বলেন, কোন অন্যায় আদেশ পালন না করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনো অবৈধ পণ্য যাতে না ঢুকে সে ব্যাপারে বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বিজিবিকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তবে আরও ভালো হতে সময় লাগবে বলেও জানান তিনি।
Leave a Reply