ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘দরদ’ আগামী ১৫ নভেম্বর বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এ ছাড়া বিশ্বের ২০ দেশে মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। রোববার ছবির পরিচালক অনন্য মামুন গণমাধ্যমে এ কথা জানান।
‘দরদ’ ছবি মুক্তির প্রসঙ্গে পরিচালক বলেন, ‘দরদ’ ছবিটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে। ১৪৯ মিনিট দৈর্ঘ্যের এ ছবিটি একই সঙ্গে বিশ্বের ২০ দেশে মুক্তি পাবে বলে জানান অনন্য মামুন। তিনি বলেন, এটি রোমান্টিক সাইকোথিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। তিনি বলেন, ‘এটি প্রথম প্যান ইন্ডিয়া মুভি, যা চারটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত।
ঢালিউড অভিনেতা শাকিব খান ২০২৩ সালের অক্টোবরে ‘দরদ’ ছবির শুটিং করেন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড তারকা সোনাল চৌহান। ‘দরদ’ ছবিতে শাকিব, চৌহান ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, জাকির হোসাইন, ফারহান খান রিও, তানভীর তারেক ও বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।
‘দরদ’ ছবির গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে এ ছবিতে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মণ ও মোহাম্মদ ইরফান।
পরিচালক জানালেন, ছবিতে গান রয়েছে চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল ও ইমরান। গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি ও জালাল চৌধুরী। সুরকার ও সংগীত পরিচালক মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা গানের পাশাপাশি তিনটি হিন্দি গানও রয়েছে। হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন নাকাশ আজিজ, রাজ বর্মন ও মোহাম্মদ ইরফান।
ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর—এমন গল্প নিয়ে এগিয়েছে ‘দরদ’। পরিচালক বলেন, ছবির কাহিনি যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হয়।
পরিচালনার পাশাপাশি ছবির অন্যতম প্রযোজক হিসেবেও আছেন এ নির্মাতা। অন্য প্রযোজকরা হলেন— অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
ছবিটি বিশ্বব্যাপী বিতরণের দায়িত্বে আছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, সৌদি আরব, থাইল্যান্ড, নেপাল, মালয়েশিয়া, পর্তুগাল, ইতালি, যুক্তরাজ্য, হংকং, সিঙ্গাপুর, কম্বোডিয়া, শ্রীলংকাসহ ২০ দেশে মুক্তি পাবে।
উল্লেখ্য, দেশ–বিদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে শাকিব খানের ‘তুফান’। ১ নভেম্বর পাকিস্তানের ৪৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।
Leave a Reply