ব্যস্ততার পরে সবাই চায় নিজের ঘরে বিশ্রাম নিতে। আর ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও থাকে ফুরফুরে। নানা করণে ঘরের মেঝে নোংরা হতে পারে। সাধারণত রান্নাঘর বা ঘরের মেঝে পরিষ্কার করার জন্য লিক্যুইড সাবানই বেছে নেন সবাই।
তবে বাড়ি-ঘর পরিষ্কার রাখতে পারেন প্রকৃতিক উপায়েও। সেটা কীভাবে চলুন জেনে নিই।
রিঠার কথা অনেকেরই জানা। প্রাকৃতিক ক্লিনজার ও কন্ডিশনার হিসেবে কাজ করে রিঠা।
এটি আবার চুলের যত্নেও অনেকে ব্যবহার করেন। তবে ঘরও যে পরিষ্কার করা যেতে পারে তা অনেকেই জানেন না।
যেভাবে তৈরি করবেন রিঠার তরল সাবান
প্রথমে গরম পানিতে ৪০টার মতো রিঠা ফল ভিজিয়ে রাখুন। রিঠার খোসা নরম হয়ে গেলে হাত দিয়ে চটকে নিন।
এর পর বীজগুলো তুলে ফেলে দিন। এরপর বাকি মিশ্রণটা ফুটিয়ে তৈরি করে ফেলুন রিঠার তরল সাবান।
যেভাবে ঘর পরিষ্কার করবেন
ঘর মোছার পানিতে রিঠার তরল সাবানের পাশাপাশি অল্প ভিনিগার, লবণ ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন এবং মেঝে মুছে ফেলুন। এটা মেঝেতে থাকা দাগ-ময়লা উঠতে সাহায্য করবে। পাশাপাশি ব্যাকটেরিয়াও দূর করবে।
অথবা রিঠা দিয়ে তৈরি লিক্যুইড সাবানে কয়েক ফোঁটা লেবুর রস ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন। এটি শুধু ঘরের মেঝেতে নয় হ্যান্ডওয়াশের হিসেবেও কাজ করবে।
এদিকে রান্নাঘর পরিষ্কার করতে গিয়েও অনেকে হিমশিম খান। তারা এই রিঠার তৈরি সাবান ব্যবহার করতে পারেন। রান্নাঘরের জানলা কাচ, দরজা পরিষ্কার করতে সেখানে স্প্রে করুন। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন। এবার স্ক্রাব বা ভিজা কাপড় দিয়ে মুছে নিন। এতে ময়লা, দাগছোপ দূর হবে। এ ছাড়া রান্নাঘরের দেয়াল পরিষ্কার করতে হালকা গরম পানিতে রিঠার সাবান ও ভিনিগার মিশিয়ে দিন এবং দেয়ালে লাগিয়ে রুখুন। কয়েক মিনিট পর ভিজা তোয়ালে দিয়ে মুছে নিন। এতে রান্নাঘরের সমস্ত তেলচিটে দাগ, ময়লা পরিষ্কার হবে।
সূত্র : এই সময়
Leave a Reply