আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের আগাম জয় ঘোষণা করলে বা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করলে, তা প্রতিহত করবে ডেমোক্র্যাটরা।
এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস বলেন, ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যম ব্যবহার করে মার্কিনিদের বিভ্রান্তিকর তথ্য দেয়ার চেষ্টা করতে পারেন। এতে ২০২০ সালের নির্বাচনের মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হলে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানাবে ডেমোক্র্যাটরা।
এর আগে এক প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের দিন জয় ঘোষণা করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এই নিয়ে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির শঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের মতে, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোট পুনর্গণনার দাবি আসতে পারে। তাই, চূড়ান্ত ফলাফল জানার জন্য কয়েক দিন সময় লেগে যেতে পারে।
৫ নভেম্বরের নির্বাচন ঘিরে ইতোমধ্যে ছয় কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। কলোরাডো, জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়াসহ ছয়টি ল্যাবের তথ্য বিশ্লেষণে এ তথ্য দিয়েছেন ইলেকশন ল্যাবের দায়িত্বে থাকা রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মাইকেল ম্যাকডোনাল্ড।
Leave a Reply