ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে ফিলিস্তিনের গাজা ও লেবাননে নৃশংস হামলা চালিয়ে অন্তত ১৩০ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। মিত্র ইসরাইলের পাশে থাকতে মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক মিসাইল, দূরপাল্লার বি-ফিফটি টু বোমারু যুদ্ধবিমানসহ অত্যাধনিক অস্ত্র মোতায়েন করছে ওয়াশিংটন। ইরান ও তার মিত্ররা যেন মার্কিন সেনা বা ওই অঞ্চলকে হামলার লক্ষ্যবস্তু না করতে পারে, তাই নিজেদের সুরক্ষায় এসব অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে ক্রমেই বাড়ছে আগ্রাসনের ভয়াবহতা। গাজার উত্তরাঞ্চলে দুটি বহুতল আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর হামলায় ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫০ জনই শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
Leave a Reply