চলতি বছরে বন্যা আর অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে টাঙ্গাইলের অনেক কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজী চাষে ব্যস্ত সময় পার করছেন তারা। এসব সবজী বাজারে ওঠার পর সবজির দাম ও সংকট দুটোই কমবে, বলছেন বাজার বিশ্লেষকরা।
টাঙ্গাইলের পাহাড়িঞ্চল, চরাঞ্চল ও সমতল ভুমিতে প্রচুর পরিমাণে সবজী উৎপাদনের উর্বর জমি থাকলেও বন্যা আর অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে চারা বীজ। এতে সবজির সংকট দখা দেয় বাজারে। যার বড় প্রভাব পড়ে জনজীবনে।
আসন্ন শীত মৌসুমে ক্ষতি পুষিয়ে নিতে ফুল কপি, পাতা কপি, মুলা, টমেটো, লাউ, বিভিন্ন ধরণের শাকসহ সবজীর চাষ করছেন কৃষকরা।
এবছর জেলায় ১১ হাজার হেক্টর জমিতে শীতকলীন সবজী আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ভালো ফলনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি অফিস।
আবহাওয়া অনুকূলে থাকলে সবজীর বাম্পার ফলন হবে। এতে বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply