স্পেনে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় নিহতে সংখ্যা দাড়িয়েছে ১৫৮। তবে, ধারণা করা হচ্ছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার (১ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের সবচেয়ে ভয়ংকর ঝড়-সম্পর্কিত বিপর্যয় পূর্ব স্পেন মোকাবিলা করছে। উদ্ধারকারী দলগুলো এখনও নিখোঁজদের সন্ধান করছে। কিন্তু পরিস্থিতির আকস্মিকতায় তারা অনেকটা অপ্রস্তুত।
স্পেনের অঞ্চলগুলো সহযোগিতার দায়িত্বে থাকা মন্ত্রী অ্যাঞ্জেল ভিক্টর টোরেস এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত ১৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েক ডজন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, মানুষের জীবন বাঁচানো।’
এর আগে বৃহস্পতিবার ১ হাজার ২০০ জনের বেশি কর্মী ড্রোনের সাহায্যে ত্রাণ দিয়েছেন। মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে এখনো ঝুঁকির মুখে আছে দেশটির বিভিন্ন এলাকা।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার ভ্যালেন্সিয়া অঞ্চলের কিছু অংশে আট ঘণ্টায় এক বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে রাতে কিছু শহরে হঠাৎ বন্যার ভয়াবহতা বেড়ে যায়। বন্যার পানি কাদা ও ধ্বংসস্তূপ শহরে বয়ে আনে। এসবের নিচে চাপা পড়ে আছে মরদেহ। যেসব এলাকা থেকে পানি সরে গেছে সেসব দেখে মনে হচ্ছে যুদ্ধবিধ্বস্ত। কাদামাটির মিশ্রিত জঞ্জাল শহরের রাস্তাগুলোতে স্তূপ হয়ে রয়েছে। বিলাশবহুল গাড়িও বিভিন্ন স্থানে উলটে পড়ে আছে।
Leave a Reply