অস্থির হয়ে ওঠা ডিমের বাজারে স্বস্তি ফেরাতে ভোক্তা অধিদফতরের প্রাণান্তকর প্রচেষ্টার পর বাজারে যখন কিছুটা স্বস্তি এসেছে তখন ঘুম ভেঙেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের!
রবিবার (২৭ অক্টোবর) ডিমের বাজার স্থিতিশীল রাখতে রাজধানীর বাজার পরিদর্শন করেছে এফবিসিসিআইয়ের টিম। তারা বলেন, বাজারে মধ্যসত্বভোগী সক্রিয় রয়েছে। ডিমের বাজারে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে বলেও জানিয়েছেন তারা।
বাজার মনিটরিং সেলের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকালে কাপ্তান বাজারে যান এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান। এ সময় ডিম আড়তমালিকদের সাথে কথা বলেন তিনি।
পরে সাংবাদিকদের কাছে এফবিসিসিআইয়ের প্রশাসক বলেন, কর্পোরেট প্রতিষ্ঠান ২০ থেকে ২৫ শতাংশ ডিম বাজারে সরবরাহ করে, বাকিটা আসে খামাড়িদের কাছ থেকে। কিন্তু বাজারে সিন্ডিকেট কাজ করায় সরবরাহ স্বাভাবিক নেই। বাজারে সরবরাহ নিশ্চিত করা না হলে, দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এফবিসিসিআইয়ের প্রশাসক।
Leave a Reply