সম্প্রতি প্রকাশিত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল চ্যালেঞ্জ করে চট্টগ্রামে পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ২২ হাজার তিনশ’ ২৪ শিক্ষার্থী। ৬৮ হাজার ২৭১টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন এ শিক্ষার্থীরা। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজিতে।
ইংরেজি প্রথমপত্রে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৯৪২টি এবং দ্বিতীয়পত্রে ১৪ হাজার ৯৪২টি। গত ১৫ অক্টোবর প্রকাশিত ফলাফলে অকৃতকার্য বা আশানুরূপ ফলাফল পাননি তারাই শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়ে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে।
১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন শিক্ষার্থীরা। এর আগের দিন ১৫ অক্টোবর সারাদেশে এক যোগে প্রকাশিত ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৬৯ শিক্ষার্থী।
Leave a Reply