সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিগত সরকার শিক্ষা খাতকে ধংস করে দিয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে কোন পথে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাক্রম সংস্কার শীর্ষক আলোচনার আয়োজন করে এডুকেশন টাইমস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক মিলন বলেন, শিক্ষা খাতের সংস্কার নিয়ে বর্তমান সরকার কোন কমিশন করেনি, যা খুবই দুঃখজনক। এইচএসসিতে অটোপাশ দেয়া ঠিক হয়নি, সবাই তো অটোপাশ চায়নি।
তিনি আরো বলেন, বেতন কাঠামোর জন্য শিক্ষকতা পেশায় অনেকে আসতে চান না। শিক্ষা খাতের উন্নয়নের জন্য মন্ত্রনালয়ের অধীনে দেশে স্থায়ীভাবে একটি শিক্ষা কমিশন করার তাগিদ দেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী।
Leave a Reply