এবার অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সোনালি মুরগি কেজিতে বেড়েছে ৪০ টাকা আর ব্রয়লারের দাম বেড়েছে ২০ টাকা পর্যন্ত। মাছের দামও চড়া। আর গেল কয়েকদিনের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম।
সরকার পরিবর্তনের পর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম নেমে আসে একশ পঞ্চাশ টাকায়। আর সোনালী মুরগি দু’শ বিশ টাকায়। কিন্তু গেল তিন সপ্তাহ থেকে আবারও অস্থির মুরগির বাজার।
এই সময়ের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে ৮০ থেকে ৮০ টাকা পর্যন্ত।
বাজারে সবধরণের মাছেরও রয়েছে পর্যাপ্ত সরবরাহ। তবে, দাম নিয়ে অসন্তোষ ক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও এখনো ৮০ টাকার কমে মিলছেনা বেশিরভাগই সবজি।
এদিকে, হঠাৎ করে মোটা ও আটাশ চালের দাম বেড়েছে কেজিতে তিন থেকে চার টাকা। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আনতে না পারায় ক্ষুব্ধ মানুষ।
অন্যদিকে, সরকারের তদারকিতে বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম।
Leave a Reply