ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরে রেকর্ড ৮ জনের মৃত্যু হয়েছে। একই দিন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২২১ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ রেকর্ড। রবিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটেছে।
এর আগের শনিবার (২৮ সেপ্টেম্বর) ডেঙ্গুতে সারাদেশে আরও ৭ জন মারা গেছেন। এদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬০ জন। এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৩০ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন অন্তত দেড় শতাধিক।
উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
Leave a Reply