রাজধানীসহ সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র গরম। গত কয়েকদিনে গুমোট গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের দৈনন্দিন জীবন একেবারে নাভিশ্বাস উঠছে। এমন অবস্থায় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির খবর পাওয়া গিয়েছে। আর এর প্রভাবে দেশের কিছু কিছু এলাকায় সোমবার বৃষ্টিপাত হতে পারে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ওই বুলেটিন অনুযায়ী সোমবার জোরালো কোন বৃষ্টির তেমন সম্ভাবনার কথা বলা হয়নি। বরং দুই দিন পর থেকেই বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
দেশের বেশিরভাগ অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথাও বুলেটিনে বলা হয়েছে। সেইসাথে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়।
পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
Leave a Reply